ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তৃতীয় ঢেউ আসলেও পুরোপুরি লকডাউনে যাবে না ভারত!
অনলাইন ডেস্ক
নরেন্দ্র মোদি (ফাইল ছবি)

সারাবিশ্বে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণের সংখ্যা। ভারতও এর ব্যতিক্রম নয়। তবে করোনার (কোভিড-১৯) তৃতীয় ঢেউ আসলেও ভারত পুরোপুরি লকডাউনে যাবে না- এমনটাই দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নতুন বছরের প্রথম দিন তিনি বলেন, ‘করোনার চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু করোনা ভারতের গতি রুখতে পারবে না।’

আনন্দবাজার পত্রিকা বলছে, প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরে সরকারের ওয়াকিবহাল মহল মনে করছে, তৃতীয় ঢেউ এলেও ফের পুরোপুরি লকডাউন হবে না।

নরেন্দ্র মোদি আরও বলেন, ‘ভারত সব রকম সাবধানতা বজায় রেখে, সব রকম সতর্কতার সঙ্গে করোনার সঙ্গে লড়বে এবং নিজের জাতীয় স্বার্থও পূর্ণ করবে।’

করোনার প্রথম ঢেউ ও কড়া লকডাউনের ধাক্কায় ভারতের অর্থনীতির ২৪ শতাংশ সংকোচন হয়েছিল। দ্বিতীয় ঢেউয়ের সময় অর্থনীতির কথা ভেবেই দেশজুড়ে লকডাউনের পথে হাঁটেনি কেন্দ্রীয় সরকার।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর