ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করোনা কেড়ে নিল আরও ৪ হাজারের বেশি প্রাণ, শনাক্ত ১৩ লাখ
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

বিশ্বজুড়ে ফের দাপট দেখাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। ভাইরাসটির নতুন রূপ ‘ওমিক্রন’ ভয়ঙ্কর রূপ নিয়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এর জেরে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ৪ হাজার ২৯৭ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৩২ হাজার ৮৫৪ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার সকাল পৌনে ৯টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ৬৫ হাজার ৬৭৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৯ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৬৭৫ জনের।

গত একদিনে করোনায় সবেচেয়ে বেশি ৮৩৫ জন মারা গেছে রাশিয়ায়। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৪৩ জনের। রাশিয়ায় এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৩০৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩ লাখ ১১ হাজার ৩৫৩ জন।

তবে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি দেশটিতে ৩ লাখ ৫১ হাজার ৭৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৬৩৮ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৭৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৪৮ হাজার ৪০৮ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারী’’ হিসেবে ঘোষণা করে।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর