ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত বেড়েছে
অনলাইন প্রতিবেদক
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত আরও বেড়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮৯২ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৭৭৫ জনের।

এছাড়াও একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন। গতকাল মঙ্গলবার ৬ জনের মৃত্যু হয়েছিল। 

বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় ২৮ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ২১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন। একই সময়ে ২১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ২৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই নারী। তাদের মধ্যে ঢাকায় ২ জন এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছেন। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর