ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইসরায়েলে করোনা সংক্রমণের রেকর্ড
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ইসরায়েলে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে প্রায় দুই বছরের মধ্যে করোনার সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, নতুন করে করোনায় ১১ হাজার ৯৭৮ জন শনাক্ত হয়েছে। যা এর আগে গত বছরের সেপ্টেম্বরে সর্বোচ্চ রেকর্ড ছিল ১১ হাজার ৩৪৪ জন।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে, দেশটিতে বর্তমানে করোনার রোগী আছে প্রায় ৬০ হাজার জন। এরমধ্যে গত বুধবারের গুরুতর রোগী ছিলেন ১২৫ জন। 

দেশটির ৯ কোটি ৪০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষকে করোনার তৃতীয় ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে সম্প্রতি দেশটি ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে করোনার চতুর্থ ডোজ দেওয়া শুরু হয়েছে। 

সূত্র: ফ্রান্স২৪।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর