ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারতে ভ্রমণে নতুন নিয়ম, ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকা পরিবর্তন
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

বিদেশ থেকে যাওয়া লোকদের ভারতে অবতরণের পরে এক সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টাইন করতে হবে। অষ্টম দিনে করোনা পরীক্ষা করতে হবে। দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী মঙ্গলবার (১১ জানুয়ারি) থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

আজ শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকার এই নতুন নির্দেশ জারি করেছে। এ ছাড়া, ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকা পরিবর্তন করেছে ভারত। অবশ্য নতুন এই তালিকায় বাংলাদেশের নাম নেই।

নতুন নিয়ম ঘোষণার এই দিনে ভারতে ১ লাখ ১৭ হাজার ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে ২৪ শতাংশ বেড়েছে। মাত্র এক সপ্তাহে শনাক্ত ১০ হাজার থেকে ১ লাখেরও বেশি হয়েছে। কারণ, করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে দেশটিতে।

‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকা নিচে 

ইউরোপের সব দেশ এবং অন্যান্য ১৮টি দেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল,  বতসোয়ানা, চীন, ঘানা, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, তানজানিয়া, হংকং, ইসরায়েল, কঙ্গো, ইথিওপিয়া, কাজাখস্তান, কেনিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, জাম্বিয়া।

সূত্র : এনডিটিভি, দ্য হিন্দু

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর