ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারতে বাজেট অধিবেশনের আগেই ৪০০ কর্মী করোনায় আক্রান্ত
অনলাইন ডেস্ক

প্রতি বছর জানুয়ারির শেষ সপ্তাহে ভারতের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। কিন্তু বাজেট অধিবেশনের আগেই ভারতের পার্লামেন্টের দুই কক্ষের ৪০২ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

জানা যায়, পার্লামেন্টের মোট ১ হাজার ৪০৯ জনের কোভিড পরীক্ষা করানো হয়। তার মধ্যে ৪০২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। গত ৪ থেকে ৮ জানুয়ারির মধ্যে ওই পরীক্ষার রিপোর্ট আসে।

করোনা পজেটিভ ৪০২ জনের মধ্যে আছে লোকসভার ২০০ জন এবং রাজ্যসভার ৬৯ জন। পার্লামেন্ট ভবনের মধ্যে যারা কাজ করেন, তাদের মধ্যেই ৪০২ জন সংক্রমিত। সংসদ ভবনের বাইরে যারা কাজ করেন, তাদের মধ্যে কারা সংক্রমিত, তা উল্লেখ করা হয়নি এই তালিকায়।

এ ঘটনার পর পার্লামেন্টের সব কর্মীকে সতর্ক থাকতে বলা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা কর্মীদের আইসোলেশনে রাখা হয়েছে।

সম্প্রতি দেশটির ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর বহু নেতা-কর্মীও করোনা পজেটিভ হয়েছেন। কেউ এরই মধ্যে সুস্থ হয়েছেন, কারোর চিকিৎসা এখনও চলমান। এ অবস্থায় অধিবেশ নিয়ে শঙ্কায় সংশ্লিষ্টরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন 



এই পাতার আরো খবর