ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দিল্লিতে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ, কাজ করতে হবে বাড়ি থেকে
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ভারতের দিল্লিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানকার বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মীদের কাজ করতে হবে বাড়ি থেকে। তবে জরুরি সেবার প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নতুন নির্দেশনার আওতায় আসবে না বেসরকারি ব্যাংক, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, ওষুধ কোম্পানি, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, আইনি প্রতিষ্ঠান ও কুরিয়ার সার্ভিস।

এর আগে অর্ধেক কর্মী অফিসে, অর্ধেক বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সরকারি প্রতিষ্ঠানগুলোতে অর্ধেক কর্মী অফিসে হাজির হচ্ছেন। 

  বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর