ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় করোনা আক্রান্ত ৩৫ রোগী হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
প্রতীকী ছবি

বগুড়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। মঙ্গলবার বগুড়ায় নতুন করে আরও ছয়জন আক্রান্ত হয়েছে। বর্তমানে জেলার তিন হাসপাতালে করোনায় ৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়া সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায় ১০৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬ জন আক্রান্ত হন। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৬ জন।   এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলো ২১ হাজার ৮৫৮জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৪ জন। মোট সুস্থ হলো ২১ হাজার ১৭১ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৮৮ জনের। এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ১১, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২০, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন রয়েছে। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর