ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করোনার টিকা না নিলে দিতে হবে কর, আইন হচ্ছে কানাডায়
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

করোনার (কোভিড-১৯) টিকা নিতে অনিচ্ছুক ব্যক্তিদের জন্য নতুন আইন করতে যাচ্ছে কানাডার দ্বিতীয় জনবহুল প্রদেশ কুইবেক। নতুন আইনে যারা টিকার ডোজ নিতে আগ্রহী নন, দেশের স্বাস্থ্যসেবা খাতের জন্য তাদের অতিরিক্ত কর দেওয়া লাগবে।

মঙ্গলবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে কুইবেকের মুখ্যমন্ত্রী ফ্র্যাঙ্কোইস লেগাউল্ট জানান, নতুন এ আইন এখনো খসড়া আকারে আছে; তবে শিগগিরই এটি চুড়ান্ত করা হবে। প্রাদেশিক আইনসভায় পাসের পর তা পুরো প্রদেশে প্রযোজ্য হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনো যারা টিকা নেননি, তাদের কারণে রাজ্যের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষতি হচ্ছে। এই ক্ষতির জন্য তাদের জরিমানা দিতে হবে। তবে সেই জরিমানা ১০০ কানাডিয়ান ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৬৭০ টাকা) বেশি হবে না।’

সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান   

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর