ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে করোনা, শনাক্তের হার ৩১ দশমিক ১৪ শতাংশ
অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে মহামারি করোনাভাইরাস। রাজ্যটিতে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা বাড়ছে। শুক্রবার রাজ্যটির স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যানুসারে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৬৪৫ জনের।

আর একই সময়ে মারা গেছেন ২৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। সব মিলিয়ে রাজ্যে দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ১৪ শতাংশ।

এদিন সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে ৬ হাজার ৮৬৭ জন মানুষের প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৭ জনের। পাশাপাশি কলকাতা সংলগ্ন জেলা উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজারের বেশি মানুষের এই ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি মৃত্যু হয়েছে ৮ জনের।

এদিকে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৬৪ হাজার ২০২ জনের। তবে মৃত্যু কমে দাঁড়িয়েছে ৩১৫ জনে। অপরদিকে ভারতে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত ৫ হাজার ৭৫৩ জন করোনার নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর