ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৫৪ যাত্রীর ৩৬ জনের করোনা পজিটিভ, লকডাউনে কিরিবাতি
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ফিজি থেকে আসা একটি ফ্লাইটের ৫৪ যাত্রীর ৩৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর লকডাউন ঘোষণা করেছে কিরিবাতি। তবে এ লকডাউনর কতদিন কার্যকর থাকবে তা জানায়নি দেশটির সরকার। খবর বিবিসির।

শনিবার থেকে লকডাউন কার্যকর করা হয়েছে। লকডাউনের কারণে দ্বীপরাষ্ট্রটির নাগরিকরা বাড়ির বাইরে বের হতে পারবেন না। সামাজিক সমাবেশও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

বিশ্বের বিচ্ছিন্ন দ্বীপগুলোর একটি কিরিবাতি। সে জন্য দেশটিতে করোনা সেভাবে ছড়াতে পারেনি। গত সপ্তাহ পর্যন্ত দেশটিতে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল মাত্র ২ জন।

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর