ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গে মারা গেছেন পাঁচজন। গত সাড়ে তিন মাসে করোনা ইউনিটে এটিই সর্বোচ্চ মৃত্যু।

বুধবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের ত্রিশালের সবেদ আলী (৮০), তারাকান্দার জালাল উদ্দিন (৬৫), টাঙ্গাইল সদরের মন্নাস আলী (৬০), ধানবাড়ি উপজেলার আরিফ (২২) এবং কিশোরগঞ্জের শোভা (১৮)।

করোনা ইউনিটের মুখপাত্র জানান, করোনা ইউনিটটিতে নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ৪৪ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আটজন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতালের পিসিআর ল্যাব ও  অ্যান্টিজেন টেস্টে একদিনে আরও ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর