ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দেশে এক বছরে টিকা দেয়া হয়েছে সাড়ে ১৫ কোটি ডোজ
অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস প্রতিরোধে দেশে টিকা কার্যক্রমের উদ্বোধন হয় এক বছর আগে। সেই থেকে বুধবার পর্যন্ত দুই ডোজ মিলিয়ে ১৫ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৭১২ ডোজ টিকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সারা দেশে ৮ লাখ ৪২ হাজার ৮৫৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ৩০২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ৯৯ হাজার ৪১০ জন। এ টিকা কার্যক্রমে দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।

বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, গেল ১৮ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ২১ কোটি ১৭ লাখ ৩০ হাজার টিকা সংগ্রহ করেছে। এর মধ্যে কোভ্যাক্সের আওতায় ২ কোটি ৯৭ লাখ ২০ হাজার সিনোফার্ম, চীন থেকে ৭ কোটি ৭০ লাখ সিনোফার্ম ও ৭ কোটি ৫০ লাখ ১০ হাজার সিনোভ্যাকসহ মোট ১৫ কোটি ২০ লাখ ১০ হাজার ডোজ এবং ৩ কোটি ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর