ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করোনা: রাশিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমণ লাখ ছাড়ালো
অনলাইন ডেস্ক

রাশিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড সংখ্যক সংক্রমণ হয়েছে। দেশটিতে শুক্রবার এক লাখ ১৩ হাজার ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার রুশ স্বাস্থ্য দপ্তর এ তথ্য জানিয়েছে।

রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে। আক্রান্তদের অধিকাংশের দেহেই নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহে দৈনিক আক্রান্ত যে হারে বাড়ছে, শুক্রবার তার দ্বিগুণ মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত তিন লাখ ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে এটাই করোনায় মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।

নিজেদের উৎপাদিত করোনার চারটি টিকা রাশিয়ায় পাওয়া যাচ্ছে। তবে দেশটির অনেকেই টিকা নিতে অনাগ্রহী। ফলে দেশটির মাত্র অর্ধেক জনগোষ্ঠী এ পর্যন্ত টিকা পেয়েছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর