ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৪.৩৮ শতাংশ
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৭২৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৩৮ শতাংশ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৪টি ল্যাবে ২ হাজার ৯৮৯টি নমুনা পরীক্ষা করে ৭২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৩০ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৯৯ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ৭, বাঁশখালীর ৭, আনোয়ারার ২০, চন্দনাইশের ৪, পটিয়ার ২৭, বোয়ালখালীর ২২, কর্ণফুলীতে ১, রাঙ্গুনিয়ার ৯, রাউজানের ৩০, হাটহাজারীর ৩০, ফটিকছড়ির ২০, মিরসরাইয়ের ৫, সীতাকুণ্ডের ৪ ও সন্দ্বীপ উপজেলার ১১ জন রয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) ১ হাজার ৫৮৭ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৮ জনের মৃত্যু হয়েছে। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর