ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করোনায় ১০ দিনের কম আইসোলেশনে ঝুঁকি থাকছেই: গবেষণা
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

করোনা আক্রান্ত হওয়ার পর সাত দিন নিভৃতবাস যথেষ্ট নয়। কারণ অন্তত ১০ দিন আক্রান্তের থেকে অন্যের শরীরে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে। এ কথা জানাচ্ছে লন্ডনের এক গবেষণা। তাই আইসোলেশন কমিয়ে সাত দিন কিংবা পাঁচ দিন করা মোটেই বিচক্ষণ সিদ্ধান্ত নয় বলে দাবি বিশেষজ্ঞদের। অন্তত ১০ দিন আইসোলেশনে থাকাটাই সঠিক কাজ। 

লন্ডনের ইম্পিরিয়াল কলেজ এবং ডাবলিনের একটি কলেজের বিজ্ঞানীরা গবেষণায় এই তথ্য তুলে এনেছেন। ৩৪ জনের ওপর পরীক্ষা চালিয়েছিলেন তারা। গবেষণালব্ধ ফল বলছে, ভাইরাসকে যত বেশি সুযোগ দেওয়া হবে সে তত নিজের মতো করে নিজেকে পরিবর্তন করবে। তত কঠিন হবে তার মোকাবিলা করা। এই গবেষণায় আরও একটি নতুন তথ্য উঠে এসেছে। তা হলো- সংক্রমিত হওয়ার দুই দিনের মধ্যে রোগীর দেহে ফুটে উঠবে উপসর্গ। 

পৃথিবীর একাধিক দেশ ফের করোনাকে হালকাভাবে নেওয়া শুরু করেছে। শিথিল হয়ে যাচ্ছে যাবতীয় কড়াকড়ি। ব্রিটেনে মাস্ক পরাই বন্ধ হয়ে গেছে। অথচ সে দেশেরই বিজ্ঞানীরা সতর্ক করলেন। বিশেষ করে আইসোলেশনে থাকার সময়সীমা কমালে যে বিপদ ডেকে আনা তা বার বার বলছেন তারা।      সূত্র- হেলথ লাইন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত



এই পাতার আরো খবর