ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দুই বছর পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া প্রতিনিধি

টিকার ডোজ সম্পন্ন করা বিদেশি পর্যটকদের জন্য আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সীমান্ত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া সরকার। করোনা মহামারির কারণে গত দুই বছর ধরে সীমান্তে প্রবেশের এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

স্থানীয় সময় সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, সীমান্ত নিষেধাজ্ঞার প্রায় দুই বছর হয়ে যাচ্ছে। যারা টিকার দুই ডোজ নিয়েছেন তাদেরকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানান তিনি।

বর্তমানে শুধুমাত্র অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা, তাদের পরিবারের সদস্য এবং কিছু টিকাপ্রাপ্ত ভিসাধারীরা অস্ট্রেলিয়ায় ভ্রমণ করতে পারবেন। 

নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং জাপানের দর্শনার্থীরা ইতিমধ্যে বেশ কয়েক মাস ধরে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেয়েছে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর