ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করোনায় একদিনে বিশ্বে ১০ হাজার ৬৫৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩ লাখ ৮৯ হাজার
অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছে ১০ হাজার ৬৫৪ জন, এ সময়ে শনাক্ত হয়েছে ২৩ লাখ ৮৯ হাজার ৬৬৬ জন। বৈশ্বিক এ মহামারিতে এ পর্যন্ত মারা গেছে ৫৮ লাখ সাত হাজার ৩২২ জন। মোট আক্রান্ত হয়েছে ৪০ কোটি ৬০ লাখ ৫৬ হাজার ৩৮০ জন।

শুক্রবার সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া এ তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৭ হাজার ১২৮ জন। মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে দুই হাজার ৩১২ জন।   উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর