ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও এক রোগীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আরও এক রোগীর মৃত্যু হয়েছে। এদিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী এবং মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের চেয়ে কমেছে। 

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে শেবাচিমে করোনা ওয়ার্ড প্রতিষ্ঠার পর চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১ হাজার ৪শ’ ৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ২ জন রোগী বাড়ি ফিরেছেন এবং একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২১ জন রোগী। যার মধ্যে ১৮ জনের করোনা পজেটিভ। 

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত বৃহস্পতিবার রাতে সব শেষ ১২১ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ১৮.১৮ ভাগ। 

২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত নানা উপসর্গ নিয়ে ৭ হাজার ৬শ’ ২০ জন রোগী ভর্তি হয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর