ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নাটোরে আবারও বেড়েছে করোনা সংক্রমণের হার
নাটোর প্রতিনিধি
প্রতীকী ছবি

নাটোরে আবারও বেড়েছে করোনা সংক্রমণের হার। ৪৬ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৯ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৫৭ শতাংশ। সদর উপজেলার সর্বাধিক ১৮ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে সাতজন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮.৮৯ শতাংশ।

শুক্রবার সকালে প্রাপ্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৫৭ শতাংশ। গতকাল এই হার ছিল ১৯.০৯ শতাংশ। এই ফলাফল জেলা থেকে সংগৃহীত নমুনা জিন এক্সপার্ট এবং র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে প্রাপ্ত। কমবেশি সকল উপজেলাতেই করোনা সংক্রমণের ধারা অব্যাহত রয়েছে।

জেলায় এখন পর্যন্ত ৩৫ হাজার ৪৩৬ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৯ হাজার ৮৩৮ জন। তবে নাটোর আধুনিক সদর হাসপাতালে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ১২ জন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ রায়।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর