ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আটক দুই ব্যক্তি।

কক্সবাজারের টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র-গুলি ও ইয়াবাসহ দু’জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সোমবার ভোররাতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-চাকমারকুল ক্যাম্প ২২-এর রশিদ আহমদের ছেলে আরকান (১৯) ও মৃত নুর আলমের ছেলে মহিবুল্লাহ (৩৭)। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম তারিক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই ক্যাম্পের বি/০৩ ব্লকে কয়েকজন রোহিঙ্গা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং চাকমারকুল এপিবিএন পুলিশ ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে।

এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পাশের কাঁচা রাস্তার উপর থেকে দু’জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর