ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আগামী ২৮ মার্চ থেকে দেয়া হবে গণটিকার দ্বিতীয় ডোজ
অনলাইন ডেস্ক
জাহিদ মালেক (ফাইল ছবি)

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে গণটিকার দ্বিতীয় ডোজ আগামী ২৮ মার্চ থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম ডোজ নেওয়াদের আগামী ২৮ মার্চ থেকে দ্বিতীয় ডোজ দেয়া হবে। বিশেষ টিকা ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ নিয়েছেন, তারা যে কোনো কেন্দ্রে এসেই দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। এই কার্যক্রমে ২ কোটি ২৫ লাখ টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। 

মন্ত্রী আরও বলেন, গত ২৬ ফেব্রুয়ারির আগ থেকে ধরে ৯ দিনে ৩ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২২ কোটি টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার কোটি টাকার টিকা ক্রয় এবং দেওয়ার পেছনে খরচ হয়েছে। কিছু টিকা আমাদের বাড়তি আছে। এসব টিকা বিভিন্ন দেশকে উপহার হিসেবে দিয়ে দেব।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর