গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে ৫ হাজার ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৮৮ হাজার ৮৮৮ জনের। এর আগে শুক্রবার মৃত্যু হয়েছিলো ৬ হাজার ৫৬৯ জনের এবং ১৭ লাখ ৬৭ হাজার ৮০০ জন আক্রান্ত হয়েছিলেন।
শনিবার ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৭১৩ জন। মৃত্যু হয়েছেন ৬০ লাখ ৫৭ হাজার ২৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ কোটি ৮৯ লাখ ৮১ হাজার ৩৬২ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়; দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ভাইরাসটিতে মারা গেলেন ২৯ হাজার ১০৫ জন।
আর ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জনে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন