ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে করোনার নতুন ঢেউ
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র। গত দুই মাস ধরে দেশটিতে করোনার সংক্রমণ নিম্নমুখী হলেও অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২ নতুন  করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা সৃষ্টি করছে।

এমন পরিস্থিতেতে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. স্টুয়ার্ট ক্যাম্পবেল রে আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রে আবারও করোনা মহামারির নতুন ঢেউ আঘাত হানতে পারে।

ড. স্টুয়ার্ট ক্যাম্পবেল বলেন, ‘আমরা জানি না এই পর্বত (সংক্রমণের) কতটা উঁচু হবে।’

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, বিএ.২ সাব-ভ্যারিয়েন্টটি ৩০ শতাংশ বেশি সংক্রামক বলে মনে করা হচ্ছে। আগামী সপ্তাহগুলোতে সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলো রোগীর চাপ বাড়বে। আগের সংক্রমণ ঢেউয়ের তুলনায় এবারের ঢেউ অনেক বড় হতে পারে। কারণ বিপুল সংখ্যক মানুষ বাড়িতেই তাদের করোনা শনাক্ত পরীক্ষা করছে এবং এর ফলে সংক্রমণের প্রকৃত চিত্র জানা যাচ্ছে না।

সূত্র: এপি

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর