ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করোনায় মৃত্যু ছাড়াল ৬২ লাখ ২১ হাজার
অনলাইন ডেস্ক

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৬৯ জন। একই সময়ে নতুন করে সাত লাখ ৫৯ হাজার ১৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ২১ হাজার ৯৫৭ জনে। এছাড়া এখন পর্যন্ত ৫০ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার ৯৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১২ হাজার ৮৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৮০ জন। 

ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪৮ জনের। এ সময় মারা গেছেন পাঁচজন।  

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়; দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫১ জনের। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি। ফলে এ পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ১২৪ জনই রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫২ জন। এ পর্যন্ত সুস্থ হলেন ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৩২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৯৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর