ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এপ্রিলের পর শেবাচিমের করোনা ওয়ার্ডে আবারও রোগী ভর্তি; দুই দিনে দুই জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দুই মাসেরও বেশী সময় পর টানা দুই দিনে দুই জনের করোনা শনাক্ত হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে। এদিকে ১০ এপ্রিলের পর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে একজন রোগী ভর্তি হয়েছে। পিসিআর ল্যাবের পরীক্ষায় তার করোনা নেগেটিভ হলেও এক্স-রে এবং সিটি স্ক্যান পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তার করোনা পজেটিভ বলে সন্দেহ সংশ্লিষ্ট চিকিৎসকদের। 

মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সব শেষ করোনা শনাক্ত হয়েছিলো এপ্রিলের প্রথম সপ্তাহে। টানা দুই মাসেরও বেশী সময় পর গত রবিবার ১১ জনের নমুনা পরীক্ষায় ১ জনের এবং সোমবার ১৬ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এদিকে এপ্রিলের প্রথম সপ্তাহের পর মেডিকেলের করোনা ওয়ার্ডে গত রবিবার একজন রোগী ভর্তি হয়েছে। পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্টে শানু আক্তার নামে ওই রোগীর করোনা নেগেটিভ হলেও এক্স-রে এবং সিটি স্ক্যান পরীক্ষায় রিপোর্টে তার শ্বাসকষ্টসহ অন্যান্য লক্ষন রয়েছে। ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. মাসুম আহমেদ ওই রোগীর করোনা পজেটিভ সন্দেহ করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক কার্যালয়ের তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন। 

২০২০ সালের ১৭ মার্চের পর এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৬শ’ ৭৩ রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ১ হাজার ৪শ’ ৭৫ জনের মৃত্যু হয়েছে।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর