ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করোনা: বিশ্বজুড়ে কমেছে দৈনিক সংক্রমণ-মৃত্যু
অনলাইন ডেস্ক

করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বজুড়ে খানিকটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে শনিবার। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় দৈনিক সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার্সের চার্ট বিশ্লেষণ করে জানা গেছে এ তথ্য।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, শনিবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৮৭৫ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে ৮৮৫ জনের। এছাড়া এ দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ১১ হাজার ১১৬ জন।

আগের দিন শুক্রবার বিশ্বে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭ লাখ ৯১ হাজার ৬৩ জন এবং এই রোগে মৃতের সংখ্যা ছিল ১ হাজার ৪৬৩ জন। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৪ লাখ ৮৭ হাজার ২০৬ জন।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৬ কোটি ৩৩ লাখ ১ হাজার ৭৬৮ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৩ লাখ ৭২ হাজার ৪৯৪ জনের।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর