ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে না উত্তর কোরিয়ায়
অনলাইন ডেস্ক
কিম জং উন

করোনাভাইরাস মহামারী রোধে আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে উত্তর কোরিয়া। এখন থেকে দেশটিতে আর বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে না। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে। উত্তর কোরিয়া মহামারী মুক্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নেতা কিম জং উনও করোনাকে হারিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। বিধিনিষেধ শিথিল করলেও কেসিএনএ জানিয়েছে,  ফ্রন্টলাইন এলাকা ও সীমান্তবর্তী শহর ও কাউন্টিতে মাস্ক পরতে হবে। 

উল্লেখ্য, মহামারী করোনাভাইরাস ছড়ানোর জন্য সম্প্রতি প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে অভিযুক্ত করতে উত্তর কোরিয়া। প্রয়োজনে দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করার হুমকিও দিয়েছিল তারা। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর