ঢাকা, শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

ভারতে একদিনে করোনায় আক্রান্ত সাত হাজারের বেশি
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

করোনাভাইরাসকে হার মানিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছে ভারত। গত কয়েক দিনের কোভিড পরিসংখ্যান অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন সাত হাজার ২১৯ জন। গতকাল যে সংখ্যাটা প্রায় ৬ হাজারে নেমে গিয়েছিল।

দৈনিক পজিটিভিটির রেট সামান্য বেড়ে হয়েছে ১.৯৮ শতাংশ। সংক্রমণ সামান্য বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। ভারতে সক্রিয় রোগী বর্তমানে ৫৬ হাজার ৭৪৫ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার কমে হয়েছে ০.১৩ শতাংশ।

এছাড়া ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৩ জন। এখন পর্যন্ত ভারতে কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৯৬৫ জন।

এরই মধ্যে আবার মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ভারতে ৪ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ১৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর