ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করোনায় এখনো প্রতি ৪৪ সেকেন্ডে একজনের মৃত্যু হচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

কোভিড-১৯ মহামারির অবস্থা থেকে বিশ্ব যখন স্বাভাবিকের দিকে এগোচ্ছে, সংক্রমণ কমছে, তখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছে।

জানানো হয়েছে, আতঙ্ক কেটে যাওয়ার পরেও এখনো বিশ্বব্যাপী প্রতি ৪৪ সেকেন্ডে একজনের মৃত্যু হচ্ছে করোনায় আক্রান্ত হয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, সহজে এই ভাইরাস বিলুপ্ত হবে না।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘সারা বিশ্বে করোনা সংক্রমণ এবং সংক্রমণে মৃত্যুর হার কমছে। সেটি খুবই ভালো খবর। কিন্তু এমন কোনও নিশ্চয়তা নেই যে, এই হার কমতেই থাকবে। এবং সেটি ধরে নেওয়াও বিপজ্জনক।’

গত ফেব্রুয়ারির পর থেকে কোভিডে মৃত্যুর হার প্রায় ৮০ শতাংশ কমে গেছে। কিন্তু তার পরেও গত সপ্তাহের পরিসংখ্যান বলছে, প্রতি ৪৪ সেকেন্ডে একজনের মৃত্যু হয়েছে কোভিডে। 

‘এর মধ্যে বেশিরভাগ মৃত্যুই এড়ানো যেতে পারত। আপনারা হয়তো আমার কথা শুনে ক্লান্ত হয়ে পড়েছেন যে, অতিমারি এখনও শেষ হয়নি। কিন্তু এটা না হওয়া পর্যন্ত আমি বলতে থাকব। এবং এই ভাইরাস সহজে বিলুপ্ত হবেও না,’ বলেন তিনি।

সূত্র : হিন্দুস্তান টাইমস, বিসনেস-স্ট্যান্ডার্ড

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর