ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারতে একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৫ হাজারের বেশি
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

ভারতে গত কয়েকদিন ধরে টানা বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা পাঁচ হাজারের উপরেই থাকছে। দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৬৪ জন। গতকালও সংখ্যাটা ছিল ৫ হাজারের বেশি।

সংক্রমণ বাড়ার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বেড়েছে অ্যাকটিভ কেসও। ভারতের সক্রিয় রোগী বর্তমানে ৪৭ হাজার ৯২২ জন। আগের দিনের থেকে প্রায় হাজার খানেক বেড়েছে এই অ্যাকটিভ কেস।

এছাড়া ভারতে একদিনে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৫ জন, যা আগের দিনের প্রায় সমানই। দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৩৩৭।

মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বাড়ছে সুস্থতার হারও। এখন পর্যন্ত ভারতে ৪ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ৯২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। তবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিললেও এখনো চিন্তা থাকছে পজিটিভিটি রেট নিয়ে। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.৯৬ শতাংশের কাছাকাছি। একাধিক রাজ্যে এই সংক্রমণের হার ৩ শতাংশেরও বেশি।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর