ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিটি ইন্টারন্যাশনাল স্কুলে শিশুদের করোনার প্রথম ডোজ টিকা কার্যক্রম শুরু
অনলাইন প্রতিবেদক
সিটি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের করোনার প্রথম ডোজ টিকা প্রদান কর্মসূচি

রাজধানীর সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৫-১১ বছর বয়সের শিক্ষার্থীদের কোভিড-১৯ (করোনাভাইরাস) এর প্রথম ডোজ টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্কুল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়।

এর সমন্বয় ও পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন ও ইনচার্জ মো. তরিকুল ইসলাম জুয়েল।

এর আগে, গত ১১ অক্টোবর থেকে করোনাভাইরাস প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হয়। যার নিবন্ধন গেল ২৫ আগস্ট থেকে শুরু হয়েছিল। এরই মধ্যে ১০ লাখ শিশু টিকার আওতায় এসেছে।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর