ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৯৬
অনলাইন প্রতিবেদক
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন শনাক্ত হয়েছিল ১৮৫ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংক্রমণ কমেছে দশমিক ৬৯ শতাংশ। সোমবার করোনা শনাক্তের হার ছিল ৫ দশমিক ৭০ শতাংশ। আজ কমে হয়েছে ৫ দশমিক ০১ শতাংশ। আজ করোনায় কেউ মারা যায়নি। আগের দিন এই ভাইরাসে ১ জন মারা যায়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৭২৯ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ৯৩৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৫ শতাংশ। এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬০ জন। শনাক্তের হার ৫ দশমিক ০৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৩২ শতাংশ।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর