ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করোনা কেড়ে নিল আরও নয়শো’র বেশি মানুষের প্রাণ
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসের কারণে এখনও সারাবিশ্বেই সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। যদিও আগের দিনের তুলনায় শুক্রবার দৈনিক মৃত্যু ও সংক্রমণ শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে, তারপরও গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এই ভাইরাসে মারা গেছে ৯০৪ জন। নতুন করে আক্রান্ত হয়েচে ২ লাখ ৭২ হাজার ১৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ইতালি, তাইওয়ান, রাশিয়া, ফ্রান্স ও জাপান। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ কোটি ৪৫ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ লাখ ৮৯ হাজার।

বর্তমানে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৮৯ হাজার ১৮২ জনে। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৪৫ লাখ ১২ হাজার ১৭৬ জনে।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর