ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চট্টগ্রামে করোনা আক্রান্তের হার শূন্য
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে শনিবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের ৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্য কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। ফলে নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে ৫টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ১৭টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪টি, মেডিকেল সেন্টার হাসপাতালে ৮টি, ইপিক হেলথ কেয়ারে একটি এবং মেট্রোপলিটন হাসপাতালে দুটি নমুনা পরীক্ষা করে সবগুলো নেগেটিভ পাওয়া যায়।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫০৬ জন। এর মধ্যে মহানগরে ৯৪ হাজার ৪৩০ জন এবং ১৫ উপজেলায় ৩৫ হাজার ৭৬ জন। ইতিমধ্যে মোট মারা গেছেন ১ হাজার ৩৬৮ জন। এর মধ্যে মহানগরে ৭৩৭ জন এবং উপজেলায় ৬৩১ জন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর