ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ষাটোর্ধ্ব, গর্ভবতী ও সম্মুখসারির যোদ্ধাদের ৪র্থ ডোজ দেওয়ার সুপারিশ
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ষাটোর্ধ্ব ব্যক্তি, গর্ভবতী ও সম্মুখসারির যোদ্ধাদের করোনা টিকার ৪র্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ টিকাদান বিষয়ক জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবে।

বুধবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, দেশে চতুর্থ ডোজের জন্য পর্যাপ্ত টিকা আছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে , সরকারের লক্ষ্যমাত্রা ছিলো মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার। এরই মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের আওতায় এসেছে ১৩ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৬৫ জন। এ ছাড়া দ্বিতীয় ডোজের আওতায় এসেছে ১২ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৭৮৯ জন। আর বুস্টার ডোজের আওতায় এসেছে ৫ কোটি ৭৬ লাখ ২২ হাজার ৫১৮ জন মানুষ।

দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ৫ বছর বয়সি যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর