ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৬৭ লাখ ৬৭ হাজার
অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনায় এক হাজার ২৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৬ হাজার ২৭১ জন। নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৬৭ হাজার ৩২৪ জনে। ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৫০৩ জনে। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ২৯৯ জন এবং মারা গেছেন ৩৯৭ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৭৪১ জন এবং মারা গেছেন ৬৮ হাজার ৭৯৬ জন।   ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর