ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাজধানীতে চার জনের করোনা শনাক্ত
অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে একই সময়ে আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। 

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১৫৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার মিলিয়ে মোট ২৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ঢাকাতেই পরীক্ষা হয়েছে ২৩২টি নমুনা। তাতে চার জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যারা সবাই ঢাকার বাসিন্দা। একই সময়ে শনাক্তের হার হয়েছে ১ দশমিক ৫২ শতাংশ। যা আগের দিন ০ দশমিক ৪৫ শতাংশ ছিল।

সর্বশেষ গত ২৮ মার্চ দেশে করোনায় একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ২৬ দিন ধরে করোনায় কেউ মারা যায়নি দেশে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও একজন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৬০৮ জন।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর