ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বে করোনায় আরও ২৮৯ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭১৬ জন। সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭৬৩ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার ৭৮৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬০ হাজার ১৯৩ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯১ লাখ ১৬ হাজার ২১৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৯ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৬৭ জন।

সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর