ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ১৮৬ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ৩৪৪ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে ১৮৬ জনের। এর বাইরে এই রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ৩৭ জন।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৮ কোটি ৯৩ লাখ ২৬ হাজার ৫৭৮ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৮ লাখ ৮৩ হাজার ২৬৬ জনের। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৬ কোটি ১৭ লাখ ১৪ হাজার ৩৩৭ জন।   বৃহস্পতিবার জার্মানিতে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৩৯ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৩৫ জন।

একই দিন ১৯ হাজার ৮০ জন নতুন আক্রান্ত রোগী নিয়ে দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে অবস্থান নিয়েছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি, এদিন দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।  

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৭ লাখ ২৮ হাজার ৯৭৫ জন। এদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৬ লাখ ৯০ হাজার ৮০৬ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৮ হাজার ১৬৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর