ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

বিক্রয়'র আয়োজনে প্রথমবারের মতো কোরবানি পশু প্রদর্শনী!
প্রেস বিজ্ঞপ্তি

বিক্রয় একদিন ব্যাপী কোরবানির পশু প্রদর্শনীর আয়োজন করেছে। মূলত, এই অনুষ্ঠানটি ছিল বিক্রয় #বিরাট হাট নামক ফ্যাগশিপ ক্যাম্পেইনেরই একটি অংশ। শনিবার রাজধানীর লালমাটিয়া গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।

যে সকল গ্রাহকরা হাটে গিয়ে কোরবানির পশু কিনতে চান না তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে একবার কোরবানির পশুটিকে দেখে আসতে চান, তাদের উদ্দেশ্যেই বিক্রয় এই প্রদর্শনীর আয়োজন করে।

সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে ছিল অনন্য সব গরুর সমাহার। আগ্রহী ক্রেতারা নিজে দেখে পছন্দের গরুটি প্রি-অর্ডার করার সুযোগ পেয়েছেন। প্রদর্শনীতে প্রি-অর্ডারকৃত কোরবানির পশু ঈদের আগে ২১ আগস্টের মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে যাবে।

উলে­খ্য, বিগত বছরের মতো এই ঈদ-উল-আজহা-তেও বিক্রয় তার সম্মানিত গ্রাহকদের জন্য নিয়ে এসেছে চমৎকার সব গবাদি পশুর সমাহার। বিক্রয় এ বর্তমানে ৩,০০০ এরও বেশি গবাদি পশুর বিজ্ঞাপন রয়েছে এবং এর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। বহুল আলোচিত, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ষাঁড়, ২২ লাখ টাকা মূল্যের 'রাজা বাবু' বিক্রয় থেকে কেনা যাবে।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর