ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

তারুণ্যের শক্তি উদযাপনে ‘ডেয়ারিং হিরোস ওয়াইল্ড পোস্টার ইভেন্ট’ আয়োজন করল রিয়েলমি
অনলাইন ডেস্ক

বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সবসময়ই তারুণ্যের চেতনায় উজ্জীবিত। এরই ধারাবাহিকতায় সম্প্রতি, রিয়েলমি’র ‘ডেয়ার টু লিপ’ স্পিরিটকে উপস্থাপন করতে ‘ডেয়ারিং হিরোস ওয়াইল্ড পোস্টার ইভেন্ট’ শীর্ষক একটি ক্যাম্পেইনের আয়োজন করে। 

ফ্যান ফেস্টিভ্যালের অংশ হিসেবে আয়োজিত এ ক্যাম্পেইনে, বিশ্বব্যাপী রিয়েলমি ফ্যানদের জমা দেওয়া ছবিগুলো লন্ডন, মস্কো, মাদ্রিদ ও শেনজেনের মতো শহরের প্রাণকেন্দ্রে প্রদর্শন করা হয়। ফটোগুলো রিয়েলমি’র ‘হাউ ডেয়ার ইউ বি ইউ’ স্পিরিটকে তুলে ধরে এবং এ ক্যাম্পেইনটি শত বাঁধা বিপত্তি পেরিয়ে নিজের স্বপ্ন অনুযায়ী এগিয়ে চলা উদ্যমী তরুণদের জন্য অনন্য একটি উদাহরণ। 

তরুণ প্রজন্ম কেন্দ্রিক স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি’র লক্ষ্য হল ফ্যানদের চিন্তাভাবনাকে ইতিবাচক ধারায় ধাবিত করা। এ উপলক্ষে রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি বলেন, “আমাদের তরুণ ব্যবহারকারী ও কর্মীরা আমাদের ট্রেন্ডসেটার হিসেবে ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যেতে ও অভিনব উদ্ভাবনী ইন্ডাস্ট্রি তৈরিতে সাহস জুগিয়েছে।”  

রিয়েলমি’র সাম্প্রতিক সাফল্য এটি প্রমাণ করে যে, সঠিক টিম ও ইচ্ছা থাকলে স্বপ্ন ও ভয় উভয়ই জয় করা সম্ভব। তারুণ্যের শক্তির কাছে কোনো কিছুই অসম্ভব নয়। এমন চেতনায় উজ্জীবিত হয়ে রিয়েলমি, সম্প্রতি, নতুন একটি মাইলফলকে পৌঁছেছে। মাত্র তিন বছরে বিশ্বব্যাপী সবচেয়ে দ্রুত ১০ কোটি স্মার্টফোন বিক্রি করা প্রতিষ্ঠান হয়েছে রিয়েলমি। এছাড়াও, ক্যানালিসের তথ্য মতে, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হয়েছে রিয়েলমি।

উল্লেখ্য যে, তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে। রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে, ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন  



এই পাতার আরো খবর