ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বিডিওয়াইইএ’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
বিডিওয়াইইএ’র নির্বাহী কমিটির ৫৯তম সভা অনুষ্ঠিত হয়েছে

বিডিওয়াইইএ’র নির্বাহী কমিটির ৫৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে রাজধানী ঢাকার বনানীতে বিডিওয়াইইএ’র সভাকক্ষে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, সিআইপি। সভায় উপস্থিত ছিলেন বিডিওয়াইইএ নির্বাহী কমিটির  সদস্যবৃন্দ। সভায় সদস্যদের শৃঙ্খলা, স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয় ও কভিড-১৯ পরবর্তী পরিস্থিতি এবং সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিষদ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। 

দেশের ৮৬ শতাংশ রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্পের প্রধান কাঁচামাল তুলা ও তুলা তৈরি সুতার দাম বিশ্ববাজারে দিন দিন বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে আগামীতে পুরো পোশাক ও বস্ত্র শিল্প খাতে বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন বিডিওয়াইইএ-সহ তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সংগঠন। গত কয়েক  মাস ধরেই বিশ্ববাজারে তুলার দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে প্রাইস ইন্ডেক্স অনুসারে এই দর গত এক দশকে সর্বোচ্চ। তাই তুলা ও তুলা তৈরি সুতার মূল্য নির্ধারণ, উৎপাদন প্রাপ্যতা এবং এর সাপ্লাই চেইন কি হতে পারে তা নিয়ে আলোচনা করেন এই কমিটির সদস্যরা। সভায় বিডিওয়াইইএ’র পরবর্তী বার্ষিক সাধারণ সভা নিয়েও আলোচনা করা হয় এবং তার দিন ও ক্ষণ আগামী ৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর