ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

হাইস্পিড শিপ বিল্ডিং এন্ড ইঞ্জিনিয়ারিং এবং বাংলা ট্র্যাক রেন্টাল সার্ভিসেস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক
অনলাইন ডেস্ক

হাইস্পিড একটি বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান যেটি সম্পূর্ণরুপে জাতীয় এবং আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে জাহাজ সংস্কার, সার্ভিসিং এবং নতুন জাহাজ নির্মাণের সাথে সংযুক্ত রয়েছে। 

অপরদিকে, বাংলা ট্র্যাক রেন্টাল সার্ভিস বিদ্যুৎ উৎপাদন, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, এবং নৌ সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং দক্ষতায় এক অতি পরিচিত এবং সুপ্রতিষ্ঠিত নাম। 

তাদের মধ্যে সাক্ষরিত এমওইউ অনুযায়ী ইটালড্রাঘে এস.পি.এ, ইতালি ব্র্যান্ডের কাটার সাকশন ড্রেজার এর প্রস্তুতকরণ এবং একত্রীকরণ এইচ এস ই সি শিপইয়ার্ডে সম্পন্ন হবে। ইটালড্রাঘে এস.পি.এ ইতালির একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যারা ড্রেজার, ড্রেজিং সল্যুশন, এবং মেরিন ইক্যুপমেন্ট তৈরীর ক্ষেত্রে বিশ্বব্যাপী সমাদৃত। আর সেই সুনামের ধারাবাহিকতা বজায় রেখে বাংলা ট্র্যাক রেন্টাল সার্ভিস যৌথভাবে হাইস্পিড এর সঙ্গে মানসম্মত ইউরোপীয় ব্র্যান্ড ইটালড্রাঘে এস.পি.এ- এর কাটার সাকশন ড্রেজার তৈরি এবং প্রস্তুত করে বাংলাদেশে বাজারজাত করবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর