ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

আইপিএম বাংলাদেশ’র নবগঠিত এক্সিকিউটিভ কাউন্সিলের দায়িত্ব গ্রহণ
প্রেস বিজ্ঞপ্তি
আইপিএম বাংলাদেশ’র ২০২২-২০২৩ মেয়াদের নবগঠিত এক্সিকিউটিভ কাউন্সিলের দায়িত্ব গ্রহণ।

ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট, বাংলাদেশ’র (আইপিএম) সকল সেক্টরের মানব সম্পদ পেশায় নিয়োজিত পেশাজীবীদের একটি সংগঠন, যা ১৯৮০ সাল প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি সংগঠনটির ২০২২-২০২৩ মেয়াদের নবগঠিত ১৫ সদস্যের এক্সিকিউটিভ কাউন্সিলে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন্স (এফবিএইচআরও)-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোশাররফ হোসেন।

এছাড়া নবগঠিত এক্সিকিউটিভ কাউন্সিলে রয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডি এম এরশাদুল আলম, ভাইস প্রেসিডেন্ট হাসান আল মাহমুদ, জেনারেল সেক্রেটারি এনামুল হক, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এস. আবদুর রশিদ, ফাইন্যান্স সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন, অফিস সেক্রেটারি অ্যাডভোকেট আমিনা আক্তার দেওয়ান, পাবলিসিটি সেক্রেটারি মো. হাসান আল মামুন, অর্গানাইজিং সেক্রেটারি এম. এ. ফয়েজ এবং এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য আনোয়ারুল আজিম, জসিম উদ্দিন, মাহফুজুর রহমান চৌধূরী, শহিদুল ইসলাম রুমেল, আবুল হাসনাত চৌধুরী ও মো. নূরুল ইসলাম।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর