ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দারাজের নববর্ষ ক্যাম্পেইন
রিয়েলমি নারজো ৫০আই পাওয়া যাচ্ছে ১০,৩৭০ টাকায়
অন্যান্য স্মার্টফোনেও ১০ শতাংশ পর্যন্ত ছাড়
প্রেস বিজ্ঞপ্তি

বাংলা নববর্ষের উৎসবে বাড়তি মাত্রা যোগ করতে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমির নির্দিষ্ট কিছু স্মার্টফোনে ছাড় সুবিধা দিচ্ছে। দারাজ বিএনওয়াই (বাংলা নববর্ষ) চলাকালীন ক্রেতারা দারাজ ফ্ল্যাশ সেলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধায় নির্দিষ্ট মডেলের স্মার্টফোন ক্রয় করতে পারবেন। গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। দারাজের এ অফার চলাকালীন ক্রেতারা নারজো ৫০আই ডিভাইসটি ১০,৩৭০ টাকায় ক্রয় করতে পারবেন।

পাশাপাশি আগামী ১০ এপ্রিল তাদের সি সিরিজের নতুন স্মার্টফোন সি৩১ আনতে যাচ্ছে রিয়েলমি। ৮.৪ মিমি -এর আলট্রা স্লিম এই স্মার্টফোনটিতে থাকছে শক্তিশালী ইউনিসক প্রসেসর, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ও ১৩ মেগাপিক্সেলের ট্রিপল এআই ক্যামেরা।

চলতি মাসের ৭-১৪ এপ্রিল রেগুলার বিএনওয়াই অফার চলাকালীন রিয়েলমি ডিভাইসগুলো ক্রয়ে বিশেষ অফার পাওয়া যাবে। যেমন: রিয়েলমি ৮ কেনা যাবে ২০,৮৩২ টাকায়; রিয়েলমি ৮ ফাইভজি ডিভাইসটি ক্রয় করা যাবে ২১,০৫৮ টাকায়, রিয়েলমি ৯আই ১৬,০০৪ টাকায়। পাশাপাশি এ ক্যাম্পেইনে রিয়েলমি সি সিরিজের ফোনগুলো বিশেষ মূল্যে পাওয়া যাবে।

রিয়েলমি সি১১ (২জিবি/৩২জিবি) ডিভাইসটি ৮,৫১২ টাকায়; রিয়েলমি সি১১ (৪জিবি/৬৪জিবি) ফোনটি কেনা যাবে ১০,৪৩১ টাকায় এবং রিয়েলমি সি২৫এস (৪জিবি/১২৮জিবি) ডিভাইসটি কেনা যাবে মাত্র ১৩,৮০৫ টাকায়।  এছাড়া রিয়েলমি ফ্ল্যাগশিপ কিলার জিটি সিরিজের ফোনগুলোও আকর্ষণীয় মূল্যে পাওয়া যাবে। রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮জিবি/১২8জিবি) ফোনটি পাওয়া যাবে ৩১,৩৩১ টাকায় এবং রিয়েলমি জিটি নিও২ (৮জিবি/১২৮জিবি) ফোনটি ক্রেতারা ৩৬,৫৭১ টাকায় ক্রয় করতে পারবেন।

১০ থেকে ১২ এপ্রিল ফ্ল্যাশ সেল চলাকালীন ক্রেতারা ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন। রিয়েলমি ৮ ডিভাইসটি ২০,৬২০ টাকায়; রিয়েলমি ৮ফাইভজি ২০,৮৪৩ টাকায়, রিয়েলমি৯আই (৬জিবি/১২৮জিবি) ১৭,৮৩৯ টাকায়, রিয়েলমি সি১১ ৮,৪২৫ টাকায়; রিয়েলমি সি১১ (৪জিবি/৬৪জিবি) ১০,৩২৫ টাকায়; রিয়েলমি সি২১ওয়াই (৩জিবি/৩২জিবি) ১০,৪৫১ টাকায়; রিয়েলমি সি২৫এস (৪জিবি/১২৮জিবি) ১৩,৮০৫ টাকায়; রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮জিবি/১২৮জিবি) ৩১,০১২ টাকায় ও রিয়েলমি জিটি নিও২ (৮জিবি/১২৮জিবি) মাত্র ৩৬,১৯৮ টাকায় পাওয়া যাবে।

উল্লেখ্য, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভজি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভজি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এই স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভজি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর