ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মুদ্রণ শিল্পের প্রযুক্তি নিয়ে দু’টি আন্তর্জাতিক প্রদর্শনী
প্রেস বিজ্ঞপ্তি

মুদ্রণ শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি এবং সল্যুশন নিয়ে আগামীকাল ৮ সেপ্টেম্বর ২০২২ থেকে শুরু হচ্ছে তিন-দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘ইমেজেস গ্রুপ প্রেজেন্টস ২য় প্রিন্টেক বাংলাদেশ ২০২২’। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির (পিআইএবি) যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে প্রিন্টিং খাত সংশ্লিষ্ট আন্তর্জাতিক পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হবে। 

একই সাথে চলবে পেপার, প্লাস্টিক এবং প্যাকেজিং শিল্প নিয়ে “থ্রি পি বাংলাদেশ” শীর্ষক আরেকটি আন্তর্জাতিক মেলা। তিনদিনের এ মেলা আস্ক ট্রেডের সাথে যৌথভাবে আয়োজন করেছে ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড এবং পিআইএবি এসব তথ্য জানায়।

স্থানীয় ও আন্তর্জাতিক সাপ্লায়ার্সদের সকল ধরনের অত্যাধুনিক প্রযুক্তির প্লাটফর্ম যেখানে দেশের মুদ্রণ শিল্পের অফসেট প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, সাব্লিমেশন প্রিন্টিং এবং টেক্সটাইল প্রিন্টিং প্রযুক্তি তুলে ধরা হবে ‘ইমেজেস গ্রুপ প্রেজেন্টস প্রিন্টেক বাংলাদেশ’- এর দ্বিতীয় আসরে। অন্যদিকে ‘থ্রি পি বাংলাদেশ’-এ পেপার, প্যাকেজিং এবং প্লাস্টিক সংশ্লিষ্ট ম্যাটেরিয়াল, ম্যাশিনারি এবং অন্যান্য পণ্যের প্রদর্শন করা হবে। দু’টি প্রদর্শনীতে দেশি-বিদেশি প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। 

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত জানান, কোভিড পরবর্তী সময়ে আমাদের মুদ্রণ শিল্প ঘুরে দাড়াচ্ছে এবং এ খাত নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সমূহের ব্যবসার প্রসার, আপগ্রেডেশন এবং বৈচিত্র্যের যে চাহিদা রয়েছে তা পূরণ করবে প্রিন্টেক বাংলাদেশ ২০২২। 

আয়োজকরা জানান, বর্তমানে মুদ্রণ শিল্প দেশের জাতীয় অর্থনীতির এক গুরুত্বপূর্ণ নিয়ামক। অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক প্রযুক্তি এবং কারিগরি জ্ঞান এবং সেই সাথে সর্বাধুনিক বিশ্ব বিখ্যাত মেশিনারি, মাল্টি কালার প্রিন্টিং মেশিনের ইনসটলেশন এ খাতকে আরও শক্তিশালী করেছে। 

বর্তমানে সারাদেশে প্রায় ৭০০০ মুদ্রণ প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে। যার মধ্যে ২০০০ প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত দিক থেকে  আধুনিক বলা যায়। দেশে বর্তমানে প্রতিবছর এ শিল্পের ৪০০০ কোটি টাকার বাজার রয়েছে, যার মধ্যে ১৬০ কোটি রপ্তানি-ভিত্তিক। তিন লাখের বেশি মানুষ সরাসরি সম্পৃক্ত এ শিল্পের সাথে। 

প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিনামূল্যে সবার জন্য প্রদর্শনীটি ১০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত উন্মুক্ত থাকবে। 

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর