ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্ব বধির দিবস উপলক্ষে এসএমসি স্মাইল বেবি ডায়াপার-এর বিশেষ আয়োজন
অনলাইন ডেস্ক

‘শব্দ কোনো বাধা নয়, হাসুক ওরা করুক জয়’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব বধির দিবসকে কেন্দ্র করে বাংলাদেশে প্রথমবারের মতো এসএমসি স্মাইল বেবি ডায়াপার একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। 

বাবা-মা ও তার আশেপাশের মানুষের সহযোগীতায় কীভাবে বধির শিশুরা একটি সুন্দর পরিবেশে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে তা নিয়েই সাজানো হয়েছে এই ক্যাম্পেইনটি। সোশ্যাল মিডিয়ায় অনলাইন ভিডিও কনটেন্ট, লাইভ শো, বিশেষজ্ঞদের মতামতসহ বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে এই দিবসটির গুরুত্ব সকলের কাছে তুলে ধরা হচ্ছে। ইতিমধ্যে স্মাইল বেবি ডায়পার-এর ফেসবুক পেইজে একটি ভিডিও কনটেন্ট শেয়ার করা হয়েছে যা নেটিজনদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে। 

যেহেতু এসএমসি স্মাইল বেবি ডায়াপার একটি সোশ্যাল রেসপনসিবল ব্র্যান্ড তাই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জনসচেতনতায় এই ক্যাম্পেইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ধরনের সচেতনাতার মাধ্যমে বাবা-মায়েরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাভাবিকভাবে গড়ে তোলার প্রেরণা পাবে। আর এটিই হবে এসএমসি স্মাইল বেবি ডায়াপার-এর সার্থকতা।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর