ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডোমিনোজ পিৎজা’র ১২তম আউটলেট
অনলাইন ডেস্ক

বাংলাদেশে ডোমিনো’জ পিৎজা সম্প্রতি তাদের ১২তম আউটলেট উদ্বোধন করেছে রাজধানীর যমুনা ফিউচার পার্কে। এই আউটলেটের একটি অন্যতম বিষয় হচ্ছে আউটলেটটির সকল কার্যক্রম নারীদের দ্বারা পরিচালিত হবে।

নারীরা বাংলাদেশে ডোমিনোজ পিৎজার সকল আউটলেটের অবিচ্ছেদ্য অংশ। পিৎজা তৈরি থেকে পরিবেশন করা পর্যন্ত, ডোমিনোজ পিৎজা সমস্ত দিক থেকে বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করছে এবং ডোমিনোজ পিৎজা ভবিষ্যতে এই ধারা চলমান রাখবে।

অনুষ্ঠানে ডোমিনোজ পিৎজা বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন, 'নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে আমরা অনেক খুশি। আমরা সবসময় নিজেদের কর্মীদের মাঝে সমতা ও বৈচিত্র্য নিশ্চিত করতে চাই। নারী ক্ষমতায়নের প্রেক্ষিতে এমন সুন্দর পদক্ষেপ নিতে পেরে আমরা গর্বিত।'

ডোমিনোজ মাত্র ৩০ মিনিটের মধ্যেই হট অ্যান্ড ফ্রেশ পিৎজা পৌঁছানো ছাড়াও নতুন সব উদ্ভাবন নিয়ে সর্বদা গ্রাহককে সন্তুষ্ট করার সর্বোচ্চ চেষ্টা করছে। 

ডোমিনোজ-এর নতুন আউটলেট ভোজনরসিকদের কাছে এক নতুন সংযোজন, যা অন্যরকম এক অভিজ্ঞতা তৈরি করবে তাদের মাঝে। 

উল্লেখ্য, যমুনা ফিউচার পার্ক ছাড়াও ধানমন্ডি, পান্থপথ, উত্তরা, বনানী, মোহাম্মদপুর, ওয়ারী, লক্ষীবাজার, মিরপুর-১২, মিরপুর-২, খিলগাঁও ও ইস্কাটন-এ ডোমিনোজ পিৎজা’র আরও এগারোটি আউটলেট রয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর