ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গানের তালে তালে হাতের সুরক্ষার কথা বলছে স্যাভলন
অনলাইন ডেস্ক

এবারের বিশ্ব হাত ধোওয়া দিবস উপলক্ষে স্যাভলন বাংলাদেশ নিয়ে এসেছে একটি জিঙ্গেল ভিত্তিক ভিডিও ক্যাম্পেইন। 

হাত ধোওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ১৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস এবং দিবসটির এবছরের মূল বিষয় হল “Unite for Universal Hand Hygiene”। 

সবার কাজের ক্ষেত্র ভিন্ন হলেও জীবাণুমুক্ত থাকার বেলায় সবাই অভিন্ন – এই ভাবনাকে কেন্দ্র করে “সুরক্ষিত থাকতে যদি চাও এক হও, হাত ধোও, স্যাভলন- এর সাথে...” জিঙ্গেলটির তালে তালে হাতের সুরক্ষার কথা বলতে ভিডিওটিতে দেখানো হয়েছে বিভিন্ন পেশায় নিয়োজিত ভিন্ন ভিন্ন হাত ও তাদের হাত ধোওয়ার মুহূর্ত। জিঙ্গেলটির সাথে সন্তানের হাত ধোওয়ার ভিডিও শেয়ার করে নির্বাচিত প্রতিযোগীরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় বাইসাইকেল। আসুন এই বিশ্ব হাত ধোয়া দিবসে আমরা সবাই একত্রিত হই ও প্রতিজ্ঞা করি, সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে একটি সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলার।

https://www.facebook.com/savlonbangladesh/videos/832881424513786

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর